ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সিরাজগঞ্জ সদর থানার জব্দকৃত মাইক্রোবাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ সদর থানার জব্দকৃত মাইক্রোবাসে আগুন

ছবি : মেসেঞ্জার

সিরাজগঞ্জ সদর থানার ভিতরে জব্দকৃত পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, থানার ভেতরের রাখা পরিত্যক্ত মাইক্রোবাসে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ থেকে আগুন লেগেছিল।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরীফুল ইসলাম বলেন, থানায় জব্দ করা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করি। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না।

মেসেঞ্জার/রাসেল/তুষার

আরো পড়ুন