ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ

ছবি : মেসেঞ্জার

কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয় দাবি বাস্তবায়নে সমাবেশ। এ সময় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন ও সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামাত আমির এটিএম আযম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ।

পরে তাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রথমে কাচারী বাজার যায়। পরে সেখান থেকে মিছিলটি নগরীর টাউন হল, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, দাবানল মোড়, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলার দিকে যায়। হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। এ সময় অবিলম্বে মুক্তি দেয়া না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকি দেন নেতারা।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন