ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি : মেসেঞ্জার

কাভার্ডভ্যানের ভিতরে অভিনব কায়দায় পাচারের সময় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিত এলাকায় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. উসমান গনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার হুদা রাজাপুর গ্রামের মৃত তাজের মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১) ও জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ্ আলম (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের (১৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভিতরে লুকানো অবস্থায় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান, ১টি মোবাইল ফোন ও ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যানের ভিতর অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/রাসেল/তুষার

আরো পড়ুন