ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ‘নগরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে অংশীজনদের সম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৫:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ‘নগরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে অংশীজনদের সম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে ‘নগরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে অংশীজনদের সম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামের কনফারেন্স হলে ম্যাক বাংলাদেশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের সমন্বয়কারি মো. আরমান খান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোসাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি, এসকেএস ফাউণ্ডেশনের এডভোকেসি ও কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার।

প্রশিক্ষণে এনজিও প্রতিনিধি, চা-শ্রমিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, পৌরসভার প্রতিনিধিসহ ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/তুষার