ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

সাঈদ পান্থ, বরিশাল

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : মেসেঞ্জার

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, জয়শ্রী বাসষ্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আজিজুলের ফার্নিচারের দোকান, ধলু সরদারের থাই গ্লাসের দোকান, দুইটি রেন্ট-এ-কার অফিস, একটি করে মোটরসাইকেল মেকানিক ও ইজিবাইক মেকানিকের দোকান, একটি মুদি দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি ব্যবসায়ীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গৌরনদীর ৪টি ও উজিরপুরের ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মেসেঞ্জার/তুষার