ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক নেতাদের সাথে লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক নেতাদের সাথে লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে লিংকেজ বিষয়বক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ধানসিড়ি হোটেলে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও ওয়াদা’র চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতি’র সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউনুস আলী, গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, ওয়াদার প্রজেক্ট ম্যানেজার আল-আমিন সরদার প্রমুখ।

এছাড়া কর্মশালায় ওয়াদা’র ইয়ুথ গ্রুপের সদস্য মো. সাজিদ, তুলি আক্তার, অভিজিৎ, জুই আক্তার, মো. আলামিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় রাজনৈতিক দলের নেতাদের স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রচারণায় তরুণ যুবদের উদ্বুদ্ধ করা হয়।

মেসেঞ্জার/রিফাত/তুষার