ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

‘আওয়ামী লীগ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে’ : রুহুল কুদ্দুস তালুকদার দুলু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আওয়ামী লীগ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে’ : রুহুল কুদ্দুস তালুকদার দুলু 

ছবি : মেসেঞ্জার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা মত প্রকাশের স্বাধীনতাও হরণ করেছিল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনো নির্বাচনই হয়নি। দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তারা। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। অনেক বছর ধরে পার্লামেন্ট নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। এ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচন যে দিন হোক না কেন, আপনারা এখন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য দলীয় কর্মকাণ্ড শুরু করেন। নাটোর সুগার মিল শ্রমিক নির্বাচন আমাদের মাঝে উৎসাহ সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি যে আপনাদের এ বিজয় আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপিকে অনুপ্রেরণা দিবে। এ বিজয় আগামী পার্লামেন্ট নির্বাচনের জয়কে ত্বরান্বিত করবে।

এ সমাবেশে উপস্থিত ছিলেন - জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ-সভাপতি আতাউর রহমান বাবু, সহ-সভাপতি (অফিস)  মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরি।

মেসেঞ্জার/আরিফুল/তুষার