ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী অনুর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা শুরু হলো বুধবার (১৯ ফেব্রুয়ারি)।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মাসুদুল আলম মাসুদ, ট্রেজারার ইমরান হায়দার কাঞ্চন, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামিল নগর যুবসংঘের সভাপতি এরশাদুল বারী এরশাদ, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল প্রমূখ।

প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৮টি দল অংশ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার