ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

উল্লাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সাধারণ কৃষকদের মারপিট, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উল্লাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সাধারণ কৃষকদের মারপিট, আহত ৫

ছবি : মেসেঞ্জার

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালিশি বৈঠক চলাকালে পূর্বপরিকল্পীতভাবে যুবলীগ নেতা আমিরুল সরকারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া) গ্রামের এঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. আব্দুল হালিম (৪০), পিতা-মো. হামিদুল প্রামানিক, মো. শুকুর আলী প্রামানিক (৩২), মো. দুলাল প্রামানিক (৩৭), পিতা আজহার আলী প্রামানিক, মো. আনোয়ার প্রামানিক (৭০) পিতা-মৃত তাহের প্রামানিক ও মো. সোহেল রানা (৩৫) পিতা-মৃত গোলবার প্রামানিক। উভয় সাং-লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া)।

আর্ন্তজাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদস্য হাসান আলী, আব্দুল হাকিম, রাশিদুলসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিরা দীর্ঘদিনের বিবাদমান জমির সমাধানের জন্য সালিশি বৈঠক বসে। এসময় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল সরকার।

মাওলানা হুমায়ুন কবির বলেন, কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া) গ্রামের দেলবার প্রামানিকের ছেলে মো. বাচ্চু মিয়ার সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এঘটনায় গত (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় গণ্যমান ব্যক্তিরা সালিশে বৈঠক বসে। বৈঠক চলাকালে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল সরকারের নেতৃত্বে হোসেন প্রামানিকের ছেলে আজাহার মিস্ত্রি, আলম মিস্ত্রি, মৃত সামাদের ছেলে মো. জাকির, হাজি ইউনুসের ছেলে মো. মমিন, মোজাম্মেলের ছেলে মো. হযরত আলী, মৃত ফজরের ছেলে আতাহার আলী, মৃত বরাত আলীর ছেলে মো. সাহাদ আলী, মৃত রজব আলীর ছেলে মো. জুয়েল আলীসহ প্রায় ১০/১৫ জন দেশীয় অস্ত্র- লোহার রড, এসএস পাইব, লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এঘটনাটি সঙ্গে সঙ্গে আমি  উল্লাপাড়া থানায় অবগত করি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি এই সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের দাবি জানাই প্রশাসনের নিকট।

সালিশে বৈঠকে মারপিটের ঘটনার বিষয়ে আজহার আলী প্রামানিক, আব্দুর রহিম, রজব আলী প্রামানিক বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামীলীগের পদধারী নেতা আমিরুল সরকারের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, জমি দখল, সরকারী জায়গা দখলসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছে। কেউ বাঁধা দিলে তাদের হুমকি-ধামকি দেয়। আমিরুল সরকারের অত্যাচারে এলাকার সাধারণ নিরীহ ৪টি পরিবার প্রাণ বাচাতে অন্যত্র চলে গেছে। এলাকার সাধারণ মানুষেরা এই অত্যাচারির হাত থেকে বাচার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল সরকার বলেন, বিষয়টি জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/আদিত্য/তুষার