ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কুয়েটের ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে : ড. রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটের ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে : ড. রেজাউল করিম

ছবি : মেসেঞ্জার

খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত ঘটনা নিয়ে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রমজানে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, কুয়েটের সংঘটিত ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে। পরে বের হয়ে আসছে ঘটনাটির সঙ্গে একটি ছাত্র সংগঠন জড়িত। বৈষম্যবিরোধী ছাত্ররা ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল এবং সিট দখল চায় না, সেই অবস্থার প্রেক্ষাপটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আহবান করবো ব্লেইম গেইমের রাজনীতি বন্ধ করা উচিত। প্রযুক্তির এই যুগে মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। ছাত্রশিবির বরাবর ক্যাম্পাসে সহনশীল, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, বিগত দিনে ছাত্রলীগ ক্যাম্পাসে যে কাজগুলো করেছে, আমরা প্রত্যাশা করবো কোনো ছাত্র সংগঠন যেন সেই ভাষায় কথা না বলে। সেই পদ্ধতিতে রাজনীতি না করে। বরং এক সাগর রক্ত পাড়ি দিয়ে দেশের একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য জনগণ তাকিয়ে আছে। আমরা মনে করবো সবাই ইতিবাচক মনোভাবের রাজনীতি নিয়ে এগিয়ে যাবো।

এ সময় লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান ও সেক্রেটারি হাফিজুর রহমান সজিব প্রমুখ ছিলেন।

রেজাউল করিমের উদ্যোগে রমজান উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জনকে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। এতে ২৫ কেজি চাল, তেল, লবণ, খেজুর, ছোলা, চিনি ও পেঁয়াজ রয়েছে।

মেসেঞ্জার/শিবলু/তুষার

আরো পড়ুন