ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই, যশোর জেলা বিএনপির সম্পাদক হতে যাচ্ছেন খোকন

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই, যশোর জেলা বিএনপির সম্পাদক হতে যাচ্ছেন খোকন

ছবি : মেসেঞ্জার

যশোর জেলা বিএনপির কাউন্সিলের জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমার শেষ দিন ছিল গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি)। এদিন সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিলেও সাধারণ সম্পাদক পদে একমাত্র দেলোয়ার হোসেন খোকনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাংগঠনিক সম্পাদকের তিন পদের বিপরীতে জমা দিয়েছেন ৪ জন।

জেলা বিএনপির সভাপতি পদে যে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান সদস্য সচিব সাবেরুল হক সাবু, আহবায়ক কমিটির সদস্য যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজনুর রহমান খান ও নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মারুফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদকের তিন পদে যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও শহিদুল বারী রবু।

নির্বাচন কমিশনের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সজল জানান, আগামী ২২ ফ্রেরুয়ারি জেলা বিএনপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে এক হাজার ৬১৬ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দীর্ঘ সাত বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণের ১০ বছর পর ২০১৮ সালের ২০ মে ভেঙে দেয়া হয়েছিল যশোর জেলা বিএনপির কমিটি। দলের নির্বাহী কমিটি ভেঙে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম। আর সদস্য সচিব করা হয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে। আহ্বায়ক কমিটিকে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়। কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে সাত বছর। দীর্ঘ সময়ের পর ওই দনি ভোটের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মেসেঞ্জার/তুষার