ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

অভিমানে শরীরে কেরোসিন ঢাললো দম্পতি, আগুন দিলো ছেলে

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অভিমানে শরীরে কেরোসিন ঢাললো দম্পতি, আগুন দিলো ছেলে

ছবি : সংগৃহীত

যশোরে শিশু সন্তানের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন এক অভিমানী দম্পতি। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুরে । অগ্নিদগ্ধ দম্পতি হলেন রাজাপুর গ্রামের হীরা দাস (৪০) ও তার স্ত্রী প্রভাতী দাস (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী বলছেন, না বুঝে হলেও শিশু নিশান ওই দম্পতিকে উচিৎ শিক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক জীবনে হীরা ও প্রভাতীর রাগ-অভিমান চলছিলো। এরই জের ধরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তারা স্বামী ও স্ত্রী বাড়ির সামনের রাস্তায় বিবাদে জড়িয়ে পড়ে। অভিমানী দম্পতি নিজেদের শরীরে কেরোসিন ঢালে।

এসময় অবুঝ শিশু সন্তান নিশান (৫) হাতে থাকা গ্যাসলাইট দিয়ে আগুন জালিয়ে দেয়। এতে হীরা ও প্রভাতী অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা আগুন নিভাতে সক্ষম হন। প্রথমে তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী বলেছেন, না বুঝে হলেও শিশু সন্তান নিশান অভিমানী হীরা ও প্রভাতীকে উচিৎ শিক্ষা দিয়েছে।

ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে নিশান না বুঝেই তার হাতে থাকা গ্যাসলাইট দিয়ে খেলার ছলে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তেই অগ্নিদগ্ধ হন ওই দম্পতি।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, দম্পতির দুই হাতের কিছু আগুনে পুড়ে গেছে। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হীরা ও প্রভাতী দাস আশঙ্কামুক্ত। তাদের সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার