ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরের হারাগাছ সরকারি কলেজে ছাত্রদলের ফরম ও গাছের চারা বিতরণ

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের হারাগাছ সরকারি কলেজে ছাত্রদলের ফরম ও গাছের চারা বিতরণ

ছবি : মেসেঞ্জার

সদস্য ফরম বিতরণ ও গাছের চারা রোপন করেছে রংপুরের কাউনিয়ার হারাগাছ সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মাঠে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এমএম মুসা।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদেলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন আকাশ, কলেজ ছাত্রদল সভাপতি রেজাউল করিম রেজা, হারাগাছ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী ফয়সাল ফরিদ, যুগ্ম আহবায়ক বাঁধন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।

বক্তারা বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।

মেসেঞ্জার/তুষার