ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রায়পুরে ব্যালট ভোটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

এম,আর সুমন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রায়পুরে ব্যালট ভোটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

ছবি : মেসেঞ্জার

দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। কিন্তু না এটি একটি ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পর রায়পুর পৌর সভার ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পৌর ৯নং ওয়ার্ডের সিরাজিয়া স্কুলে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোট শুধু ওই ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট দেখার জন্য প্রতিটি ওয়ার্ডে প্রায় ২ থেকে ৩ হাজার নারী পুরুষ ভিড় করেন।

জানা যায়, ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই কমিটি নির্বাচনে। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন এক সাপ্তাহ। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স। গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ওয়ার্ড প্রতি ২৫০ থেকে ৪২০ জন ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে প্রতি ওয়ার্ডে ৪ থেকে ৫ জন প্রার্থী হচ্ছে। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও একই অবস্থা প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি মাহিন ভূইয়া বলেন, ‘আগে নেতারাই নেতা নির্বাচন করে দিতেন। কিন্তু এবার নেতা নির্বাচিত হচ্ছে কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে। এ জন্য নেতাকর্মীরাও খুব খুশি।’

এ নির্বাচর সফল করেত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার নির্দেশে প্রতিটি ওয়ার্ডে উপস্থিতি থাকের পৌর বিএনপির আহ্বায়ক, এবিএম জিলারী, সিনিয়র যুগ্মআহ্বায়ক আবু জাহের মিয়াজী ও সদস্য সচিব সফিকুর রহমান আলমাসসহ পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান নির্বাচন কমিশনার হিসেব দায়িত্বে রয়েছে সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভূইয়া কামাল রাহান ও এডভোকেট আব্দুল মজিদ এবং নির্বাচনে প্রিসাইডিং অফিসার ইকবাল পাটোয়ারী ও আনিছুল হক প্রমুখ।

সরেজমিনে কয়েকটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। চলছে মোটরসাইকেল শোভাযাত্রা। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে পোস্টার-ব্যানার।

পৌর বিএনপির সদস্যসচিব সফিকুর রহমান আলমাস বলেন, আবুল খায়ের ভূইয়ার নির্দেশে নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। তাঁরা মূল্যায়ন পাচ্ছেন। যেন জাতীয় ভোট উৎসব সৃষ্টি হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যাদের ভোট দিচ্ছেন তারাই নেতা হচ্ছে। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল এটাই তার বড় প্রমাণ। এভাবেই গণতন্ত্র চর্চাসহ গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসবে।

মেসেঞ্জার/তুষার