ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগাতিপাড়ায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাগাতিপাড়ায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীর পানিতে ডুবে মো. রাফি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাফি ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে রাফির বাবা-মা তাকে তার দাদির কাছে রেখে ঢাকায় থাকেন। ঘটনার দিন দাদির চোখের আড়ালে ছোটভাই সাফিনের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে নদীর পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা এসে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী।

মেসেঞ্জার/খাদেমুল/তুষার