ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জে প্রবীণ ইউনিয়ন পরিষদ কর্মকর্তাকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জে প্রবীণ ইউনিয়ন পরিষদ কর্মকর্তাকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

ছবির ক্যাপশন: বিদায় সংবর্ধনার ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা - টিডিএম।

দীর্ঘদিনের কর্মস্থল থেকে কর্মময় জীবনের ইতি টেনে, অশ্রুসিক্ত চোখে বার্ধক্য জনিত কারণে অবসরে গেলেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মালেক দেওয়ান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদের হল রুম অডিটোরিয়ামে প্রবীণ এই সহকর্মীকে বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেন সহকর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক দেওয়ান।

পরে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেন,উপজেলা নির্বাহী অফিসার।

অনুষ্ঠানে যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল খাঁনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

মেসেঞ্জার/শুভ/তুষার