ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

নওগাঁ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁ জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নির্বাচনীর রোডম্যাপ ঘোষণা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে নওগাঁয় সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় নওজোয়ান মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা।

আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন বুলু, সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা, ডাক্তার মো. সাকলায়েন চৌধুরীসহ প্রমুখ।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার

আরো পড়ুন