ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আগামীর সরকার হবে তারেক রহমানের সরকার: চুয়াডাঙ্গায় বিএনপির জনসভায় আমান উল্লাহ

চুয়াডাঙ্গা প্রদিনিধি

প্রকাশিত: ২১:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আগামীর সরকার হবে তারেক রহমানের সরকার: চুয়াডাঙ্গায় বিএনপির জনসভায় আমান উল্লাহ

ছবি : মেসেঞ্জার

সঠিক রোডম্যাপ ঘোষনা করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জণগনের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। চুয়াডাঙ্গায় বিএনপির জনসভায় এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত জনসভায় আমান উল্লাহ আমান আরও বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে। দীর্ঘ ছয়মাস বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছে। শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, খুনী হাসিনার জায়গা বাংলাদেশে নেই। তাদের প্রেতাত্মাদের জায়গা নেই। তারা যদি দেশে আসার চিন্তা করে তাহলে দেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে যেভাবে দীর্ঘ আন্দোলন করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছি সেভাবেই আগামীর নির্বাচনে জনগণের ভোটে বিএনপির নির্বাচিত হবে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যয়ে রাখা অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর থেকেই শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

মেসেঞ্জার/লিটন/তুষার