ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব পালিত

স্টাফ রিপোর্টার, জামালপুর

প্রকাশিত: ২১:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব পালিত

ছবি : মেসেঞ্জার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে এই পিঠা ও দেওয়ালিকা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. শফিকুল ইসলাম আকন্দ, কলেজের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সহযোগী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই পিঠা উৎসবের আয়োজনের পাশাপাশি দেওয়ালিকা প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে কাজ করার আহ্বান জানান।

পিঠা ও দেয়ালিকা উৎসবে কলেজের ১৬ টি বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

মেসেঞ্জার/দুলাল/তুষার