ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ম ভাঙলে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ম ভাঙলে জরিমানা

ছবি : সংগৃহীত

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ। শুনতে অবাক লাগলেও সত্যি। এ কথাগুলো একশ' টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প লিখে সাটানো হয়েছে দেয়ালে দেয়ালে। এই স্ট্যাম্পে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ মাদরাসার সভাপতি, শিক্ষক, ঈমাম ও সমাজসেবকসহ ১৮ জনের স্বাক্ষর রয়েছে। এ আদেশ অমান্য করলে তাকে দিতে হবে জরিমানা। সমাজপতিদের দাবি, গ্রাম্য মারামারি, সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশুনায় মনোনিবেশ এমনকি তৃতৃীয় লিঙ্গের লোকজন গ্রামে ঢুকে অসদাচরণ থেকে বাঁচতে চালু করা হয়েছে এই নতুন নিয়ম।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শড়াতলা গ্রাম। গ্রামটি শহর থেকে সাড়ে চার কিলোমিটার দুরে। মোট জনসংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ভোটার রয়েছেন প্রায় ১ হাজার ৫শ’। শিক্ষত মানুষ ৯৫ শতাংশ। চাকুরীজীবীও আছেন অন্তত : ২০ জন। শিল্প, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি এবং ইতিহাস- ঐতিহ্যের কমতি নেই এখানে।

জানা গেছে, গ্রামের বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে সাটানো হয় একশ' টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। তাতে বড় হরফে শিরোনাম লেখা সকল প্রকার বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধকরণের নোটিশ। ভিতরে লেখা রয়েছে গ্রামে সকলপ্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হলো। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। একইসাথে ৪ হাজার টাকা জরিমানা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। তবে নোটিশ তুলে ফেললেও আইন ভঙ্গকারী এবং তাদের পিতা-মাতার বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন সমাজপতিরা। নোটিশে গ্রামটিতে সকল প্রকার হকার ও তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এখন পোস্টার তুলে ফেলা হয়েছে। তবে আইন বলবত আছে।

সমাজপতিদের এমন সিদ্ধান্তে হতবাক সংস্কৃতিকর্মীরা।

গ্রামের মসজিদ কমিটির সভাপতি এনামুল হক, ইউপি মেম্বর তৌহিদুর রহমানসহ সমাজপতিরা জানান, তাদের গ্রামে গান বাজনা এবং তৃতীয় লিঙ্গের মানুষ এসে খুবই বিরক্ত করে। তাদের অত্যাচারে তারা ঠিকমত নামাজ কালাম করতে পারেন না। ফলে তারা ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে গ্রামটিতে সকল প্রকার হকার, গান-বাজনা নিষিদ্ধ ও তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে।

এছাড়া শড়াতলা গ্রামের বেশকিছু গ্রামবাসির সাথে কথা হয়। তারা জানান, আমাদের গ্রাম থেকে পোস্টার উরেঠ গেলেও এখানে গান-বাজনা হবে না এবং তৃতীয় লিঙ্গের কাউকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তাহলে তাদের জরিমানা এবং তাদের পিতা-মাতাকেও জরিমানা করা হবে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস জানান, সমাজপতিদের এমন সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি এ নিয়ম জারি করা ব্যক্তিদের সামাজিক রীতিবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রউফ জানান, আমরা খবর পাওয়ার সাথে শড়াতলা গ্রামে যায় এবং সেখানে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, বিষয়টি আমার দৃস্টিগোচর হয়েছে। কারা এমন সিদ্ধান্ত নিল তা অবশ্যই যাচাই বাছাই করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তারা আমার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করেছে। এর জন্য আমি হরিণাকুন্ডু থানায় একটি জিডি করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলেছেন বলে তিনি জানান।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার