ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মানুষের ভোটের অধিকার হরণের যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে হবে : আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মানুষের ভোটের অধিকার হরণের যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে হবে : আমির খসরু

ছবি : মেসেঞ্জার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি। যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা। তারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। মানুষের মালিকানা হচ্ছে ভোটের অধিকার। এখন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণের যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে হবে।

লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলার আউটার স্টেডিয়াম মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তিনি আরও বলেন, দেশের যত সংস্কার রয়েছে, তা সংসদে হতে হবে। জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে আমাদের ৩১ দফা পাস করার চেষ্টা করবো। অন্যান্য দলের মেন্ডেট থাকলে তারাও তা সংসদে পেশ করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষের মেন্ডেট ছাড়া কোন সংস্কার করার কোন ক্ষমতা এই সরকারের নাই।

আমির খসরু বলেন, তাদের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃবহাল করা। আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। নতুন কোনো গল্প আমাদের শোনার দরকার নেই। দেড় বছর আগে তারেক রহমান বিএনপিসহ যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সবার সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে ৩১ দফা সংস্কারের কথা বলেছেন।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

মেসেঞ্জার/শিবলু/তুষার