ঢাকা,  শুক্রবার
২১ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মাগুরায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক 

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মাগুরায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক 

ছবি : মেসেঞ্জার

মাগুরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ মো. সুলতান বিশ্বাস (৪০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুলতান ওই গ্রামের মৃত মাহাতাব বিশ্বাস এর ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইন্সপেক্টর বেলাল হোসেন এর নেতৃত্বে এবং ইন্সপেক্টর জাফরুল আলমের উপস্থিতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুলতান বিশ্বাসকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুলতান বিশ্বাসকে ইয়াবাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/শ্রাবণ/তুষার

আরো পড়ুন