ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামগঞ্জে আলোচনা সভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রামগঞ্জে আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেল পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার এস, এম, রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার দেবব্রত দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের প্রমুখ।

সভা শেষে প্রাথমিক শিক্ষার্থীদের চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসের প্রথম প্রহর থেকে রামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও থানা প্রশাসন, পৌরসভা, রামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিণম্র শ্রদ্ধা নিবেদন করেন।

মেসেঞ্জার/জাকির/তুষার