ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

নীলফামারীতে দু’টি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৭:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নীলফামারীতে দু’টি মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নীলফামারী সৈয়দপুরে এক পল্লীতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে রুমানা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২০) ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, রুমানা আক্তার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মো. কফিল উদ্দিন ও শামীমা বেগম দম্পতির মেয়ে। সে বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে সে  বাড়ির গোসলখানার লিন্টনের সঙ্গে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন গলায় ফাঁস লাগানোর বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপতালে নিয়ে যায়। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে স্কুল ছাত্রীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

পরে মরদেহ থানায় আনা হয়। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মৃত্যুর রহস্য জানতে শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন স্কুল ছাত্রীর  মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর জেলার সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণ পাড়ায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মুক্তা রানী চ্যাটার্জি (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তা তিনি ওই এলাকার কৃষ্ণ চ্যাটার্জির স্ত্রী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা রানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় দুই বছর আগে মানসিক সমস্যার কারণে সরস্বতী পূজার দিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়াও বাড়ি থেকে বের হয়েও গিয়েছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। আজ পরিবারের সদস্যরা তাকে গোলাঘরে গলায় গামছা পেঁচিয়ে ঘরের সরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মেসেঞ্জার/রিপন/তুষার