ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি : মেসেঞ্জার

রংপুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার এই ঘটনা ঘটে।

মামলা এবং প্রাথমিক তদন্তের উদৃতি দিয়ে বিষয়টি মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর জানান, শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রথিয়া গ্রামে সার্ভেয়ার রুহুল আমিনের (৫৫) বাড়ির ফুল বাগানে যায়। উদ্দেশ্য ছিল সেখান থেকে ফুল তুলে শহীদ মিনারে দেওয়ার। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে রুহুল আমিন। এ সময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়া কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি জানান, আমরা শোনা মাত্রই মিঠাপুকুর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও মিশু নির্যাতন আইনে মামলা করেছেন। রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সার্ভেয়ার রুহুল আমিন এর পরিবার ঢাকায় থাকে।

মেসেঞ্জার/তুষার