ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দুবাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আশরাফুল ইসলাম ভূঁইয়া, ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

দুবাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি : মেসেঞ্জার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ১৯৫২ সালের ভাষা শহিদদের স্বরণে দুবাইয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মত্যাগের কথা স্বরণ করে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনস্যুলেট প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এসময় একে একে শ্রদ্ধা নিবেদন করেন, দেশটিতে থাকা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মহত্ত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সন্ধ্যায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত। এতে বিশ্বময় বাংলা ভাষা এবং বাংলা ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে দেশোত্ববোদক গান ও নৃত্য ছিলো অনুষ্ঠানের মূল আকর্ষণ।

এছাড়াও মাতৃভাষার গুরুত্ব ও ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কনস্যুলেটের সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশসহ অংশ নেয় মিশর, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন ও শ্রীলঙ্কার সংগীত ও নৃত্য শিল্পীরা। তাদের স্ব-স্ব-দেশের ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনে মুখোরিত করে তোলে।

অনুষ্ঠানে দেশোত্ববোদক ও বিপ্লবী গানের সঙ্গে যথাক্রমে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুলের শিশু শিক্ষার্থীরা ও কনস্যুলেট পরিবারের সদস্যরা।সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে নীলনদ আর পিরামিডের প্রাচীন সভ্যতার দেশ মিশরের শিল্পীদের ঐতিয্যবাহি গৌরবময় সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশনা ছিলো চোখে পড়ার মত। এছাড়াও ইন্দোনেশিয়ার কনসাল জেনারেলের ড্যানি লেসমানা ও তাঁর পরিবারের পরিবেশনায় সংগীত ও ফিলিপাইনের বিখ্যাত সংগীত পরিবেশনা ছিলো তাদের নিজ মাতৃভাষায়।

সাংস্কৃতিক পরিবেশনায় শ্রীলঙ্কার শিল্পীরা তুলে ধরেন তাদের দেশের সৌন্দর্য ও প্রকৃতির কথা, পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী নৃত ছিলো উপভোগ্য। এসময় নিজ ভাষায় মাধুর্যপূর্ণ গল্প উপস্থাপন করেন দুবাইয়ে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার কনসাল জেনারেল অ্যান্ড্রু সেপো লেবোনা।

আন্তর্জাতিক মাতৃভাষা গুরুত্ব ও তাৎপর্য বোঝাতে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একুশে যে চেতনা বিশ্বব্যাপী সকল মাতৃভাষার সাথে সংযোগ স্থাপন করা, এটি তাঁর একটি ক্ষুদ্র প্রয়াস বলে মন্তব্য করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি আরো বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আমরা একে অপরের ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জানবো। এবং এর মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে অন্য দেশের কমিউনিটির সম্পর্ক উন্নয়ন হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে দুবাইয়ে নিযুক্ত মিশরের কনসাল জেনারেল হুসাম হুসাইন, ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল ড্যানি লেসমানা, ফিলিপাইনের কনসাল জেনারেল মারফোর্ড এম. এঞ্জেলস, দক্ষিণ আফ্রিকার কনসাল জেনারেল অ্যান্ড্রু সেপো লেবোনা এবং শ্রীলঙ্কার কনসাল জেনারেল অ্যালেক্স গুনাসেকেরা। বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ, দুবাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার