ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার) 

প্রকাশিত: ১৮:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রাস্তার মাথা নামক এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের  কুতুপালং রাস্তার মাথা নামক এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং রাস্তার মাথা নামক স্থানে সিএনজিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷

এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান সত্যতা নিশ্চিত করেন।

তিনি বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরলসভাবে কাজ করছেন বিজিবি বলে জানান।

মেসেঞ্জার/তুষার