ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রীসহ নিহত ৪

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৮:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রীসহ নিহত ৪

বগুড়া নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রীসহ ৪জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ৩ মারা গেছে। আহতদের মধ্যে হাসপাতালে যাওয়ার পথে আরেকজন মারা গেছে। নিহতদের নাম পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

মেসেঞ্জার/আলমগীর/তুষার