ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রাজশাহীর পদ্মাপাড় থেকে মুখে স্কচটেপ লাগানো যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীর পদ্মাপাড় থেকে মুখে স্কচটেপ লাগানো যুবকের মরদেহ উদ্ধার

ছবি : মেসেঞ্জার

রাজশাহী মহানগরীর পদ্মার পাড় থেকে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. আবুল বাশার মিন্টু (৩৫) নগরীর মির্জাপুর এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকার পদ্মার তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শুক্রবারই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এর আগে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে রাজপাড়া থানা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নগরেীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর সেখানে পুলিশ যায়।’

ওসি বলেন, ‘নিহতের শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছেন বলেও জানান ওসি।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার