ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে চাকরিচ্যুত ২ সেনা সদস্যসহ গ্রেপ্তার ৩

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৯:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে চাকরিচ্যুত ২ সেনা সদস্যসহ গ্রেপ্তার ৩

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার অভিযোগে ২ চাকরিচ্যুত সেনা সদস্যসহ ৩  জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তাদের নিকট থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গার ইদ্রিশ আলীর ছেলে আরমান আলী (৩৮), একই উপজেলার গজারিয়ার মৃত আফজাল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সুর্যপাড়ার মানিক তালুকদারের ছেলে 
মামুন হোসেন তালুকদার (৩৭)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার জানান, ২০ ফেব্রুয়ারি দুপুরে গাবতলী উপজেলার জাগুলী গ্রামের মো. রঞ্জু মিয়ার নিকট একটি অপরিচিত মোবাইল নম্বর হতে ফোন করে কতিপয় ব্যাক্তি র‌্যাব পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে আসছিল এবং বলে তোমার নামে র‌্যাব অফিসে অভিযোগ হয়েছে র‌্যাব তোমাদের বাড়ি অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে হলে আমাকে মাধ্যম হিসেবে ১ লক্ষ টাকা দিতে হবে। আমি স্যারদের বলে রেখেছি এবং আগামীকাল টাকা নিয়ে র‌্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে রঞ্জু মিয়ার বিষয়ে  র‌্যাব-১২, বগুড়ায় এসে একটি অভিযোগ দায়ে

করেন। র‌্যাব উক্ত অভিযোগের সূত্র ধরে ছায়াতদন্ত শুরু করতে থাকে।

২১ ফেব্রুয়ারি দুপুরে জেলার সদর থানাধীন কলনীস্থ জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা আরমান আলীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামীরা চাকুরীচ্যুত সেনা সদস্য এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল।

মেসেঞ্জার/তুষার