ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চিলমারীতে রাসূল (সাঃ) কে অবমাননা, নাহিদ হাসানকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চিলমারীতে রাসূল (সাঃ) কে অবমাননা, নাহিদ হাসানকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল 

ছবি : মেসেঞ্জার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে রাসূল (সাঃ) কে অবমাননা করায় নাহিদ হাসান নলেজকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। আগামীকাল সকাল ১০ টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) থানাহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাগরিবের নামাজের পর তৌহিদী মুসলিম জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি থানাহাট বাজার হতে মাটিকাটা মোড় ঘুরে চিলমারী মডেল থানার সামনে অবস্থান নেন।

এরপর উপজেলা পরিষদে এসে শেষ হয়। এসময় রবিবার সকাল ১০ টার মধ্যে অভিযুক্ত নাহিদ হাসানকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বিপ্লবী জনতা। যদি পুলিশ গ্রেপ্তারে ব্যর্থ হয়, তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

নাহিদ হাসান, ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ- এর একটি ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে লিখেছিলেন 'কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে। এদের গ্রেফতার করা হবে না?' এমন মন্তব্য করার পর মুসলিম জনতা ক্ষিপ্ত হলে কিছুসময় পরই সেই পোস্ট তিনি সরিয়ে নেন।

নাহিদ হাসান উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকার বাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। নাহিদ পেশায় একজন শিক্ষক,  চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য।

চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মুশাহেদ খান জানান, তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেসেঞ্জার/রাফি/তুষার