ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

সরাইলে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সরাইলে ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নোয়াগাও ইউনিয়নের সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সরাইল থানার এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স'সহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এসময় তাঁর হেফাজতে রাখা ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেসেঞ্জার/রিমন/তুষার