ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে চুরি যাওয়া মটরসাইকেলসহ ৩ চোর গ্রেপ্তার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৭:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে চুরি যাওয়া মটরসাইকেলসহ ৩ চোর গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া মটরসাইকেলসহ ৩ চোরকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভৈরবগঞ্জ এলাকার শৈলেন্দ্র কান্তি দাশের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে সুজুকি মটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম সিলেট শহরের মিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে কামিল আহমেদের কাছ থেকে মটরসাইকেল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ থেকে চুরিতে জড়িত আব্দুস সালাম ও বিকেলে উপজেলার আশীদ্রোন এলাকা থেকে সুমন নামের অপর একজনকে গ্রেপ্তার করে।

ওসি আমিনুল জানান, গ্রেপ্তার ৩ আসামীকে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন