ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মিরসরাইয়ে গোলকেরহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মিরসরাইয়ে গোলকেরহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

মিরসরাইয়ে গোলকেরহাট আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) স্কুল আঙ্গিনায় ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মন্নান সফল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মেজবাউল হক মানিক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন এম এ হায়দার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ধুম ইউনিয়ন আমীর মো. মুসলিম উদ্দীন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল আবছার, গোলকের হাট আইডিয়াল স্কুলের দাতা সদস্য মোহাম্মদ আজিম উদ্দীন, জোরারগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফারুক মোহাম্মদ হায়দার মিলন, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান নুরুল আফছার, অভিভাবক সদস্য মাসুক উদ্দীনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ তৈরি করে। তৈরি করে একটি জাতির ভবিষ্যৎ। এ কারণেই পৃথিবীর সব দেশে প্রাথমিক শিক্ষাকে সকল নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে। যেটি ভবিষ্যতে তাদের সারা জীবনের উন্নয়নের চাবিকাঠি হয়ে উঠে।

মেসেঞ্জার/বাবলু/তুষার

আরো পড়ুন