ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

টিকটকে সরকার বিরোধী বক্তব্য দেয়ায় আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

টিকটকে সরকার বিরোধী বক্তব্য দেয়ায় আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

যশোরে টিকটকে সরকার বিরোধী বক্তব্য দেয়ায় রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান রানা নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবলু সাংবাদিকদের জানান, রায়হান রানা কয়েকদিন ধরে টিকটকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছিলেন। তার সরকার বিরোধী বক্তব্যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করলেও পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিলো না।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রায়হান রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও রানার নামে ৩টি মামলা রয়েছে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন