ঢাকা,  সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত মো. সাগর (৩৩) বগুড়া শহরতলীর গোদারপাড়া এলাকার সারোয়ার হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

মামলার বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের হুকুমে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা তিনটায় বগুড়া শহরের সাতমাথা স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক দুই সাংসদসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর পাশাপাশি ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ সময়  শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। পরে আসামিরা তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। তিনি বগুড়া সদরের ইসলামপুরে হরিগাড়িতে বসবাস করতেন। তিনি কাহালু উপজেলার মুরইল লাইট হাউজ স্কুলের সহকারি শিক্ষক ছিলেন।

পরে এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়৷ সেই মামলায় সাগর এজাহারনামীয় ৪৭ নম্বর আসামি। মামলা দায়েরের পর থেকেই সাগর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া জানতে পারে যে সাগর বগুড়া সদর থানা এলাকায় অবস্থান করছে।পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ কমান্ডার আরও জানান, গ্রেপ্তার আসামিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার

আরো পড়ুন