ঢাকা,  সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

অভিযুক্ত ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে উত্তাল রংপুর 

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অভিযুক্ত ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে উত্তাল রংপুর 

ছবি : মেসেঞ্জার

ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পাশবিক নির্যাতনকারী অভিযুক্ত সার্ভেয়ার রুহুল আমীনকে গ্রেপ্তারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে রংপুর। বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করে অভিযুক্তকে গ্রেপ্তারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরীর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। সিটি কর্পোরেশন, কৈলাশ রঞ্জন মোড়, সুপারমার্কেট মোড়, পায়রা চত্বরে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরি মাঠে এসে সমাবেশ করে। এ সময়ে পাবলিক লাইব্রেরি মাঠের সামনের দুই পাশের রাস্তা অবরোধ করে সার্ভেয়ার রুহুল আমিন এর কুষ্পত্তলিকায় আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় তাকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে পুরো এলাকা ফুঁসে ওঠে। ঘন্টাখানেক বন্ধ থাকে নগরীর প্রধান সড়কে যানবাহন চলাচল।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। একই দাবিতে নগরীর চেকপোস্ট এবং মিঠাপুকুরে ছয় লেনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন