ঢাকা,  সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সোইমুড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ইয়াকুব আল মাহমুদ, সোনাইমুড়ী (নোয়াখালী)

প্রকাশিত: ২০:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সোইমুড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ১৬ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২ টায় নাটেশ্বর গ্রামের সালাউদ্দিন কন্ট্রাকটার এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে সালাউদ্দিন বাদী হয়ে ৩ জনের নামে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল ডাকাত তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে ব্যবসায়ী সালাউদ্দিন ও তার স্ত্রী, সন্তানদের হাত ও পা বেঁধে নগদ ১০ লাখ ১৭ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ২ দুটি মোবাইল, ১টি মোটরসাইকেলসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় তারা সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ করেন।

পরে তাদের আত্মচিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

ডাকাতদের হামলায় আহতরা সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

ডাকাতির বিষয়ে নাটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, স্থানীয় ও বহিরাগতের যোগসাজশে এ ঘটনা ঘটতে পারে।

এ ঘটনা সোনাইমুড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। সালাউদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন