
ছবি : মেসেঞ্জার
মুন্সিগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিবাহিত এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দাবি ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের।
এ ঘটনায় আটক অভিযুক্ত জীবন (৩০) সদরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ওই শিশুটি তার নানার বাড়ি পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় বাবা মায়ের সাথে বেড়াতে এসেছিল।
সোমবার সন্ধ্যায় শিশুটি একা তাঁর নানার বাড়ির পাশে উঠনে খেলা করছিলো। এ সময় শিশুটিকে সুযোগ বুঝে তার নানার বাড়ির পাশের একটি ফাঁকা ও নির্জন রাস্তায় নিয়ে যায় অভিযুক্ত জীবন। পরে জোর করে শিশুটির সঙ্গে অনৈতিক কাজ করার চেষ্টা করা হয়।
পরে ভুক্তভোগী ওই শিশু ঘটনাটি তাঁর নানীকে জানায়। এরপর পরিবারের স্বজনরা শিশুটিকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৭ টা ৪০ মিনিটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
এরপর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে,বিষয়টি নিশ্চিত করে, হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউল করিম জানান, প্রাথমিকভাবে শিশুটির নিন্মাঙ্গে কিছু আচর কাটার চিহ্ন পাওয়া গেছে, তবে ধর্ষণ হয়েছে কিনা সেটি ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সজিব দে জানান, হাসপাতালের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পারি।পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এলাকায় যাই। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে ধরতে অভিযান চালাই। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনাই তদন্ত সাপেক্ষে দ্রুত নেয়া হবে আইনগত ব্যবস্থা।
মেসেঞ্জার/শুভ/তুষার