
ছবি : মেসেঞ্জার
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এহসানুর রহমান ভূইয়া, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন প্রমুখ।
মেসেঞ্জার/বেলায়েত/তুষার