ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল বৈঠক মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী দীপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রিপন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর রঞ্জু আরা শিপু, আছিয়া এন্তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আজমিরী বেগম, বিশিষ্ট সমাজসেবক সুখরঞ্জন শীল।

গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচ্ছন্নতাকর্মী নুরুল ইসলাম, জাকির হোসেন, সচেতন নাগরিকগণের প্রতিনিধি মো. আনসার উদ্দিন, গিয়াস উদ্দিন পান্না, শারমিন জাহান রোজী, এসডিওর বর্জ্য ব্যবস্থাপনা সমন্বয়কারী মো. মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী শাহ্ আলী, বিডি ক্লিনের নাঈম, সমাজসেবক আরতি রায়, ফটো সাংবাদিক আরিফ রহমান, শিক্ষক তারিক বিন আনসারী সুমন, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সঞ্জীব চন্দ্র রায়, সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল।

গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম বরগুনা পৌরসভার নাগরিকগণের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বরগুনার ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড় থাকায় হুমকির মুখে জনস্বাস্থ্য। আধুনিক বর্জ্য শোধনাগার উদ্বোধনের পর তিন বছর পার হলেও চালু হয়নি বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার। পৌর শহরের সোনাখালীর বিষাক্ত এ বর্জ্য দূষিত করছে আশপাশের পরিবেশ। মশা মাছির উপদ্রবের পাশাপাশি ময়লা পোড়ানো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন শিশু-বৃদ্ধ। প্রতিরাতে ময়লার এ ভাগাড়ে আগুন জ্বালানোতে ময়লা-আবর্জনা ও পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য পোড়া কালো ধোঁয়া ও দুর্গন্ধে দুর্বিষহ জীবন যাপন করছে এলাকাবাসী।

এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল বর্জ্য ও সাধারণ বর্জ্যের সংমিশ্রনে হুমকিতে পড়েছে জনজীবন।

বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রিপন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি। তিন বছর আগে ১৬ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়েছে। শিগগিরই দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দিয়ে হেউলিবুনিয়া এলাকার জনশূন্য এলাকায় নির্মিত শোধনাগারটি চালু করা হবে।

বরগুনা পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খোলা স্থান তো ময়লার ভাগাড় হতে পারে না। খোলা স্থানে হাসপাতালের ও সাধারণ বর্জ্যের সংমিশ্রণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই খোলা স্থান থেকে ময়লা সরিয়ে নিয়ে হাসপাতাল বর্জ্য ও সাধারণ বর্জ্য আলাদাভাবে রিসাইক্লিং করতে হবে। দু’ধরনের বর্জ্য মিলে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে মানুষের শরীরে মারাত্মক রোগের সৃষ্টি হয়। আমরা খুব শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণ করব যাতে বরগুনা একটা উন্নত শহরে পরিণত হয়।

গোলটেবিল বৈঠক শেষে বরগুনা পৌরসভায় দায়িত্ব পালনকারীদের মধ্যে ১৬ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১৬ সচেতন নাগরিককে পুরস্কৃত করা হয়।

মেসেঞ্জার/হিমাদ্রি/তুষার