ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজীপাড়া জামে মসজিদ ও মাদরাসার উদ্যোগে দু'দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সমাপনী পর্বে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে মাদরাসা চত্বরে কোরআন, আজান, হামদ-নাত ও ইসলামী গান প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

শামুকখোলা কওমি মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিমের সভাপতিত্বে এবং কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সহকারী পুলিশ সুপার কিশোর রায়, মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টু, ঢাকার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম শামছুল হাসান হিরু, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক আল মামুন ভূঁইয়া, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালুসহ অনেকে।

এদিকে, মঙ্গলবার রাতে ৩৪তম তাফসির মাহফিলে প্রধান বক্তা ছিলেন-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মুফতি সোলায়মান হাবিবী, প্রধান আলোচক মাওলানা মুফতি কাউসার আহমাদ নূরী এবং বিশেষ বক্তা ছিলেন মুফতি কামরুল ইসলাম আনসারী।

মেসেঞ্জার/তুষার