
ছবি : মেসেঞ্জার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদ নাজনীন ডেইজি, ছাত্র প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খোন্দকার আজিম আহমেদ (এনডিসি) উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিরোধ করার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার অসহায় ও দুঃস্থ নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ জন নারীকে স্বাবলম্বী করার জন্য তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন।
মেসেঞ্জার/রমি/তুষার