
ছবি : মেসেঞ্জার
কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী এ্যাড. শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা স্কুলের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।
অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/রমি/তুষার