ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন : মুন্সিগঞ্জে ইসি-আনোয়ারুল ইসলাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন : মুন্সিগঞ্জে ইসি-আনোয়ারুল ইসলাম

ছবির ক্যাপশন : ইসি- আনারুল ইসলামের মতবিনিময় সভা ও গণমাধ্যমে বক্তব্যকালে ছবিটি বুধবার বিকেলে তোলা - টিডিএম।

ডিসেম্বরকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। ফলে আগামী ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে বলেই উৎসাহ-উদ্দীপনার সাথে উৎসব ভোটের পরিবেশ তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছে কমিশন।

এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কালক্ষেপন না করে নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের নেয়া হচ্ছে সব রকম সর্বোচ্চ প্রস্তুতি।

ফলে সময় সংকটের কারণে স্থানীয় সরকার নির্বাচন বলতে যেসব নির্বাচন বুঝায় সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দেয়া সম্ভব হবে না।

এছাড়া নতুন ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিষ্ট্রেশন কাজ চললে পুরোদমে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২-৩ মাসের মধ্যে আইন-শৃংঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক দৃশ্যমান উন্নতি ঘটবে।

এ সময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ও মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেনসহ উপজেলার নির্বাচন কর্মকর্তারা।

মেসেঞ্জার/শুভ/তুষার