ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

চাঁদাবাজি-দখলদারিত্ব যারাই করবে ছাড় দেবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ২১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদাবাজি-দখলদারিত্ব যারাই করবে ছাড় দেবে না জামায়াত : ডা. শফিকুর রহমান

ছবি : মেসেঞ্জার

ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব যারাই করবে ছাড় দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেখানে চাদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখল সেখানে লড়াই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী ডোমারে উপজেলা জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে। এই অবস্থায় দেশে নির্বাচন হলে সেটা নির্বাচনের জেনোসাইড হবে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় ভোট দিলে দেশে হানাহানি খুনাখুনি বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্থানীয় সরকার ভেঙে দেয়ায় মানুষের জন দুর্ভোগ হচ্ছে জানিয়ে পরিস্থিতি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবী তোলেন ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের সন্ধানুপাতিক হারে সংসদীয় আসন বন্টনের দাবি জানিয়ে ছোট ছোট দলগুলোও ক্ষমতাসীনদের মুখাপেক্ষী হোক জামায়েত তা চায় না বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

জেলার ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা মজলিসে সূরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুন্তাকিম প্রমূখ।

মেসেঞ্জার/তুষার