
ছবি: মেসেঞ্জার
ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা মো. জবায়দুর হক চৌধুরীকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ জানানো হয়।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখার সহসভাপতি মো. জবায়দুর হক চৌধুরীকে দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।"
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "এই বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং দলীয় নেতাকর্মীদের তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।" মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এই হামলার নেতৃত্ব দেন বিএনপি নেতা জবায়দুর হক চৌধুরী।
হামলায় গুরুতর আহত মামুন অর রশিদকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক মামুন রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, "সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন, "দল সবসময় সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, "সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা বিএনপি সমর্থন করে না। তাই অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
মেসেঞ্জার/আরিফ/জেআরটি