
ছবির ক্যাপশন : মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালনের ছবিটি বুধবার দুপুরে তোলা - টিডিএম।
দেশব্যাপী চুরি-ডাকাতি-ধর্ষণের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন কাচারি সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের জনগণের ব্যানারে দেশব্যাপী চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালন করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা। এর আগে দুপুর ১ টা থেকে গণস্বাক্ষর করেন ৩০০ জন জেলার সেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়,শিশু ধর্ষণ, চুরি, ডাকাতি বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে। এই কি তাহলে আমাদের ২৪ এর স্বাধীনতা। গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিনাদিন বিঘ্নিত হচ্ছে।
সেচ্ছাসেবী সংগঠনের সদস্য জান্নাতুল ফেরদৌস জুই বলেন,একটি ধর্ষণের ঘটনা ঘটলে তার রিপোর্টের জন্য ভিকটিমকে ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা থেকে ২ বছর পর্যন্ত ঘুরতে হয়। আমাদের একটাই দাবী প্রতিটি ঘটনার সাথে জড়িতদের মৃত্যুদন্ড।
সেচ্ছাসেবী ও শিক্ষার্থী মিষ্টি তালুকদার বলেন, আমি নির্দিষ্ট কিছু বলতে চাই। আমরা এ দেশের নাগরিক। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গাফেলতির কারণে চুরি, ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, আমরা ফ্যাসিদের বিরুদ্ধে আন্দোলন করেছি, নতুন করে ফ্যাসিস তৈরি করার জন্য নয়।
এ সময় মানববন্ধন উপস্থিত ছিলেন, আবু মুহাম্মদ রুইয়াম, রিফাত হোসেন, মিষ্টি তালুকদার, আরমান হোসেন শুভ, মিতুল হোসাইন, নাজমুল হাসান, জেলা মহিলা পরিষদের অ্যাডভোকেট নাছিমা আক্তার, সহ-সভাপতি হামিদা খাতুন সহ বিভিন্ন উপজেলার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মেসেঞ্জার/শুভ/তুষার