ঢাকা,  মঙ্গলবার
২৫ মার্চ ২০২৫

The Daily Messenger

কর্ণফুলীতে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে ওসির উপস্থিতি ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ০৭:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

কর্ণফুলীতে আ.লীগ নেতার মেয়ের বিয়েতে ওসির উপস্থিতি ঘিরে বিতর্ক

আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়েতে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামীলীগের এক নেতার মেয়ের বিয়েতে থানার ওসির উপস্থিতিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামীলীগ নেতার সাথে ওসির এমন সখ্যাতায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।
 
জানা গেছে, গত ০৬ ফেব্রুয়ারি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হোসেন তালুকদারের মেয়ের বিয়ের গায়ে হলুদের আয়োজন অনুষ্ঠিত হয় উপজেলার সৈন্যারটেক এলাকার একটি কনভেনশন সেন্টারে। বিয়েতে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। 

প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় আওয়ামীলীগ নেতা মো. হোসেন তালুকদার সহ কর্ণফুলীর থানার ওসি শরীফ স্টেজে ছবি তুলছেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে বিভিন্নমহলে এই ঘটনায় সমালোচনা তৈরি হয়েছে। 

আওয়ামী লীগ নেতা হোসেন তালুকদার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে শুরু থেকে রাজপথে সক্রিয় ছিলেন বলে অভিযোগ আছে। 

প্রতিবেদকের হাতে আসা একটি ছবিতে দেখা যায়, গত ৪ আগস্ট উপজেলার মইজ্জারটেকে ছাত্র-জনতাকে রুখতে কর্ণফুলী আওয়ামীলীগের বিশেষ টিমের কঠোর অবস্থান কর্মসূচিতে অংশ নেন আওয়ামীলীগের এই নেতা।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগের এই নেতা আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের বিরুদ্ধে মাঠে দাড়িয়েছিল। তার পরিবারের বিয়েতে গিয়ে ছবি তোলা মানে অভ্যুত্থানের সাথে বেঈমানী করা। 

উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, আওয়ামীলীগ সরকার এতদিন দেশে দুঃশাসন কায়েম করে দেশের মানুষকে সীমাহীন যন্ত্রণার মধ্যে রেখেছিল। আন্দোলন চলাকালীন দেশের মানুষের উপর আওয়ামীলীগ গুলি ছুঁড়েছিল। সে সংগঠনের নেতার অনুষ্ঠানে কিভাবে একজন ওসি গিয়ে ছবি তোলেন? তৎকালীন সময়ে আওয়ামীলীগের ক্ষমতা অপব্যবহার করে পুলিশ দানবে পরিণত হয়েছিল, সেই পিছুটান কি এখনো রয়ে গেছে?

সার্বিক বিষয়ে জানতে চাইলে বলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন,  বিএনপি নেতা নুর উদ্দীনের দাওয়াতে ওই বিয়েতে গিয়েছিলাম। এটা যে আওয়ামীলীগ নেতার মেয়ে বিয়ে তা জানতাম না। আমি কয়েক মিনিট ছিলাম বিয়েতে। ভাতও খাইনি। ছবি তুলে চলে এসেছি।' তবে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, একজন মানুষ কি কোন বিয়েতে যেতে পারে না? 

এ বিষয়ে চট্টগ্রাম বাকলিয়া থানার সাবেক ছাত্রদল সভাপতি নুর উদ্দীন বলেন, হোসেন তালুকদার আমার আত্মীয়। আমার অনুরোধেই ওসি সেখানে গিয়েছিলেন।

তবে খোঁজ নিয়ে বিএনপি নেতার সাথে আওয়ামীলীগের এই নেতার সম্পর্কের কোন সুত্র পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে ওসি মোহাম্মদ শরীফ কর্ণফুলীতে যোগদানের পর থেকে অভিযান করে 'চুনোপুঁটি' আটক করে কৃতিত্ব দেখালেও বড় নেতাকর্মীদের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখছেন। নানা সময়র তার বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে। চলতি মাসে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের এক ব্যবসায়ী এবং এক ইউপি সদস্য আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

মেসেঞ্জার/আকরাম/এসকে/ইএইচএম