ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

বইমেলায় বিমল সরকারের লেখা ’খুঁজে বেড়াই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন 

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় বিমল সরকারের লেখা ’খুঁজে বেড়াই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন 

ছবি: মেসেঞ্জার

অমর একুশে গ্রন্থমেলায় কালের চিঠি থেকে প্রকাশিত কবি ও সাংবাদিক বিমল সরকারের লেখা "খুঁজে বেড়াই "কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৬ শে ফেব্রুয়ারি বুধবার উপচে পড়া ভিড়ের রাত ৮:০০ ঘটিকায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলা প্রাঙ্গণে বরেণ্য কবি সাহিত্যিকদের উপস্থিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির প্রতিনিধি মোঃ রাসেল, বাংলাদেশ রাইটার্সের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ইউসুফ রেজা বিশিষ্ট দাবাড়ু কৌমুদী নার্গিস প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বিমল সরকার একজন  প্রগতিশীল মূল্যবোধের একনিষ্ঠ সাধক। তার কবিতায় দেশপ্রেম, প্রকৃতি ও জীবনের বোধের বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে ।তার দীর্ঘ সাহিত্য সাধনায় সমৃদ্ধ বই নতুন প্রজন্মকে  আরও কবিতার প্রতি অনুরাগী করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।  অনেক বক্তার কথায় উঠে আসে যে বাংলার মাটি ও মানুষের কবি বিমল সরকার আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশ ও দেশের মানুষের কথা ভুলে যাননি কখনো ।তার কাব্যগ্রন্থে  সেই দেশপ্রেমের অনুভূতিই ব্যক্ত হয়েছে বারংবার ! অনেকের সাথে কবির বন্ধু মিজানুর রহমান বলেন, আমাদের প্রত্যেকেরই একটি করে তার বই কেনা উচিত । কারণ বিমল সরকারের বিক্রিত বইয়ের পুরো অর্থটাই কিডনি ও মরণব্যাধিতে আক্রান্তসহ মানবতার সেবায় ব্যয় করা হয়।

উল্লেখ্য, কবি বিমল সরকার খুঁজে 'বেড়াই গ্রন্থটি তার একাদশ কাব্য গ্রন্থ হিসেবে এবছর বইমেলা প্রথম প্রকাশিত হলো । এর আগে তিনি জীবনের পেয়ালা (২০২৪), নিজের মুখোমুখি(২০২৩), সৃষ্টি তোমার বড় উপহার(২০২২), আদি মানবের আমি (২০২২), হৃদয়ের প্রেসনোট (২০২১) , এক জীবনের গল্প (২০২১), অনুভূতির সুবাস (২০২০),অস্তিত্বের আমি (২০২০), এই সুখ এই দুঃখ , বিবর্ণ রেখা (২০১০ কাব্যগ্রন্থ রচনা করে পাঠক হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন !


 

মেসেঞ্জার/সিয়াম/জেআরটি